অবরোধের ফলে সাভারে সড়কের উভয় পাশে অন্তত সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
Published : 03 Mar 2025, 03:06 PM
মজুরি বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আবার বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার সকাল ১০টা থেকে সাভারের উলাইলে ‘ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার পাঁচ শতাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বলে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির জানান।
অবরোধের ফলে সড়কের উভয় পাশে অন্তত সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলরাত যাত্রী ও পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিতে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১০টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকা অবরোধ করে।
পরে কিছু শ্রমিক পার্শ্ববর্তী আন লিমা গার্মেন্টস, আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকদের রাস্তায় বের করে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন ক্ষুব্ধ কয়েকজন শ্রমিক আন লিমা গার্মেন্টস লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে।
খবর পেয়ে সাভার থানা পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কের মূল লেন ছেড়ে ঢাকামুখী সার্ভিস লেনে অবস্থান নেন। দুপুর ১টার দিকে শ্রমিকরা সড়ক থেকে চলে যায়।
ডায়নামিক সোয়েটার কারখানার অপারেটর হাবিবুর রহমান বলেন, “ডিসেম্বর মাসে মজুরি (পিস রেট) বৃদ্ধির জন্য আন্দোলন করলে মালিকপক্ষ মজুরি বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন; কিন্তু তারা বাড়ায়নি। এ নিয়ে আমরা কারখানায় গতকাল (রোববার) মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে তারা আলোচনা করতে অস্বীকৃতি জানায় এবং উল্টো আজ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।”
পোশাক শ্রমিক জাহিদ হাসান বলেন, “ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। জোরপূর্বক শ্রমিকদের চাকরি থেকে অব্যাহতি দেয়। চাকরিচ্যুত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধের নিয়ম থাকলেও তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। ওভারটাইম, ছুটির টাকাও দেয়নি। তাই বাধ্য হয়ে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে।”
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, “আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।”
এ প্রসঙ্গে জানতে ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা গেলেও কেউ কথা বলতে চাননি।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, “ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।”