আবেদন করা ৭৮১ জনের ফল পরিবর্তন হয়েছে; যার মধ্যে নতুন ৭৭ জন জিপিএ-৫ পেয়েছে।
Published : 11 Jun 2024, 04:31 PM
চলতি বছর কুমিল্লা বোর্ডে এসএসসির ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণে ৭৮১ জনের ফল পরিবর্তন হয়েছে; যার মধ্যে নতুন করে পাশ করেছে আরও ২০৪ শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চলতি বছর এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে মোট ৩০ হাজার ৮৯৮ শিক্ষার্থী ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে।
এর মধ্যে ৭৮১ জনের ফল পরিবর্তন হয়েছে; যার মধ্যে ৭৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া ২০৪ জন ফেল থেকে পাশ করেছে এবং ৫০০ জনের বিভিন্ন গ্রেড পরিবর্তন হয়েছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. নিজামুল করিম বলেন, পরীক্ষার্থীদের আবেদন করা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হয়েছে।
ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে বলে জানান তিনি।
শিক্ষা বোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে, ১২ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয় ১৩ থেকে ১৯ মে পর্যন্ত।
কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা গঠিত।
এ বছর ছয়টি জেলার এক হাজার ৭৮০টি প্রতিষ্ঠানের এক লাখ ৭৯ হাজার ৩২৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে ৭৪ হাজার ৭৩০ এবং মেয়ে এক লাখ চার হাজার ৫৯৫ জন; যার মধ্যে জিপিএ-৫ পায় ১২ হাজার ১০০ শিক্ষার্থী। পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ।