মুন্সীগঞ্জে মাছ ধরার চাঁইয়ে মিলল ১২ ফুট অজগর

অজগরটি এখন বন বিভাগের হেফাজতে রয়েছে। 

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2022, 03:58 AM
Updated : 21 Sept 2022, 03:58 AM

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মাছ ধরার চাঁইয়ে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক হয়েছে।

মঙ্গলবার উপজেলার গনাইসার গ্রামে স্থানীয় বাবু খান নামে এক ব্যক্তি মাছ ধরার জন্য পেতে রাখা চাঁই উঠাতে গিয়ে সাপটি দেখতে পান। পরে তিনি এটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

বাবু খান বলেন, “প্রতিদিনের মতো সকালে মাছ ধরার চাঁই উঠাতে যাই। চাঁই টান দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটি নড়াচড়া করতে শুরু করে। প্রথমে বড় মাছ ভেবে আমার বড় ভাই ওসমানকে ডাক দেই।

“পরে চাঁইটি একটু উপরে উঠালেই বিশাল অজগর সাপটি দেখতে পাই। চাঁই থেকে সাপটিকে বের করে স্থানীয় সাংবাদিকদের জানাই। তারপর তাদের মাধ্যমে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করি।”

এদিকে অজগর আটকের খবরে চারপাশে হৈচৈ শুরু হয়ে যায়। অনেকেই সাপটি দেখতে ভীড় জমান। স্থানীয়দের ধারণা, অজগরটি বন্যার পানিতে ভেসে এসেছে। মাছ খাওয়ার জন্য হয়তো চাঁইয়ের ভিতরে ঢুকে পড়ে।

স্থানীয় বাসিন্দা পাভেল চোকদার বলেন, “এতো বড় সাপ এর আগে আমরা দেখিনি। এটা দেখার পর থেকে আমরা আতঙ্কে আছি।”

টঙ্গীবাড়ি উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, “সাপ ধরার বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে নিয়ে আসি। অজগর সাপটি এখন টঙ্গীবাড়ি বন অফিসে আছে। এটাকে অবমুক্ত করা হবে।”