কুমিল্লায় ভোটের এক মাস আগেই মাঠে বিজিবি
কুমিল্লা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2022 06:45 PM BdST Updated: 15 May 2022 06:47 PM BdST
মাঠের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে সিটি করপোরেশন নির্বাচনের এক মাস আগেই কুমিল্লা নগরীতে টহলে নেমেছে বিজিবি।
রোববার দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন স্থানে একজন ম্যাজিস্ট্রেটসহ বিজিবির সদস্যরা টহল দিয়েছে বলে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি উইং শাখার পরিচালক (পরিচালনা) মো. শাহেদুন্নবী চৌধুরী জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এক প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য দিয়ে কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক বলেন, “একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
রিটার্নিং কর্মকর্তা বলেন, নগরীতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনকালে অবৈধ যানবাহন আটক করছেন। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন কি-না তা দেখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কুমিল্লা সিটির ভোট তথ্য
তফসিল ঘোষণা: ২৫ এপ্রিল
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১৭ মে
মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৯ মে
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ: ২৬ মে
প্রতীক বরাদ্দ: ২৭ মে
ভোট গ্রহণ: ১৫ জুন

সিটি করপোরেশনে মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এবার তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিল গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এ পর্যন্ত দুটি নির্বাচন হয়েছে। ১০ বছর আগে প্রথম নির্বাচন নির্দলীয় প্রতীকে হলেও ২০১৭ সালে দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হয়। দুই নির্বাচনেই ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করে জয়ী হয় বিএনপির প্রার্থী।
পুরনো খবর:
কুমিল্লায় সোহেলের ওয়ার্ডে ভোটের মাঠে মুখোমুখি স্ত্রী ও ভাই
কুমিল্লা সিটি নির্বাচনে দুটি কেন্দ্র বেড়েছে
কুমিল্লা সিটির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল
কুমিল্লা সিটির প্রশাসকের দায়িত্বে সফিকুল ইসলাম
কুসিক নির্বাচন: আওয়ামী লীগের মনোয়নপত্র নিলেন সাংসদ সীমা
কুমিল্লা সিটি ভোট: মেয়র পদে আলোচনায় যারা
কুমিল্লায় ভোট কেন্দ্রে-ভোট কক্ষে থাকবে সিসি ক্যামেরা
কুমিল্লা সিটিতে ১০৩ কেন্দ্রে ভোট হবে ইভিএমে: রিটার্নিং কর্মকর্তা
-
বানভাসি শাহিদা, আয়েশাদের সড়কের দিনরাত্রি
-
নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
-
কুমিল্লায় পরাজিত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ
-
কুমিল্লায় চেয়ারম্যানের সামনে নারীর শ্লীলতাহানির অভিযোগ
-
আশুলিয়ায় শিক্ষক খুন: জিতু বহিষ্কার, স্কুল খুলছে শনিবার
-
জামালপুরে ‘বজ্রপাতে’ চাচাত ২ ভাই নিহত
-
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি
-
ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
-
বানেভাসা সুনামগঞ্জ: সব হারিয়ে শাহিদা, আয়েশাদের সড়কের দিনরাত্রি
-
কুমিল্লায় পরাজিত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ
-
কুমিল্লায় চেয়ারম্যানের সামনে নারীর শ্লীলতাহানির অভিযোগ
-
জামালপুরে ‘বজ্রপাতে’ চাচাত ২ ভাই নিহত
-
ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
-
নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে