বুড়িমারীতে এক ব্যক্তিকে পেটানোর পর পুড়িয়ে হত্যা
লালমনিরহাট প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2020 12:16 AM BdST Updated: 30 Oct 2020 02:25 AM BdST
-
উত্তেজিত জনতা সড়কেও আগুন ধরায়।
লালমনিরহাটের বুড়িমারীতে উত্তেজিত জনতা এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করেছে।
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী স্থলবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোরআন শরীফ অবমাননার খবরে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে পিটিয়ে মেরেছে বলে জানা গেছে।”
নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার নামাজের পর এক ব্যক্তি মোটর সাইকেলে এসে মসজিদে ঢুকেছিলেন। ওই ব্যক্তি মসজিদে থাকা কোরআন অবমাননাকর কাজ করেন বলে খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ চলে আসে।
এই পরিস্থিতিতে সেখানে থাকা কয়েকজন উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে বাঁচাতে বুড়িমারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়।
তবে উত্তেজিত জনতা ইউনিয়ন পরিষদ কার্যালয় ভেঙে সেখানে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে এনে পেটাতে শুরু করে। পরে ওই ব্যক্তির মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, এসময় ওই ব্যক্তির দেহেও আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলেও কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ইউএনও কামরুন নাহার, ওসি সুমন কুমার মোহন্ত।
তবে তারা ঘটনাস্থলে গেলেও উত্তেজিত জনতাকে শান্ত করতে পারেননি। এক পর্যায়ে পুলিশ গুলি ছোড়ে বলে স্থানীয়রা জানায়।
এতে আহত রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার সুলতান জোবায়ের আব্বাস(৫১) নামের আহত একজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শরীফ (২২) নামে আরেকজনকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
-
সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
-
ময়মনসিংহের সাংসদকে জড়িয়ে সংবাদ প্রকাশ, বিক্ষোভ-মানববন্ধন
-
ময়মনসিংহে মরা গাছ ভেঙে পড়ে নিহত ২ যুবক
-
ফরিদপুরের রুবেল-বরকতের সম্পত্তি ক্রোকের আদেশ
-
বগুড়ায় মেয়র প্রার্থীর গ্রেপ্তারে পরোয়ানা
-
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘চাকরির নামে’ ঘুষের অভিযোগ, তদন্তে কমিটি
-
এমপির নাম না থাকায় উদ্বোধনের ফলক গুঁড়িয়ে দিল পাবনায়
-
রাঙামাটিতে ইউপি সদস্য হত্যা: সাবেক উপজেলা চেয়ারম্যান আসামি
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত