পদ্মা উত্তাল, শিমুলিয়ায় নৌযান বন্ধ

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় পদ্মায় প্রবল ঢেউয়ের মুখে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শিমুলিয়াঘাটে পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক গাড়ি।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 12:07 PM
Updated : 7 August 2019, 12:07 PM

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, পানি বেড়ে স্রোত তীব্র হয়েছে। উত্তাল পদ্মায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। মঙ্গলবার রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। দুর্ঘটনা রোধের জন্য বুধবার সকালে লঞ্চ ও স্পিডবোট আর দুপুরে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট ডুবে গেছে জানিয়ে তিনি বলেন, “এর আগেও ১ ও ২ নম্বরর ফেরিঘাটের র‌্যাম সরে যাওয়ায় মঙ্গলবার রাত ১২টা থেকে ছয় ঘণ্টা ফেরি বন্ধ থাকে। ঘাট মেরামতের পর বুধবার সকাল ৬টার পর ফেরি চলাচল শুরু হয়। ছয়টি ফেরি দিয়ে গাড়ি পার করা হচ্ছিল। কিন্তু নদী আরও উত্তাল হওয়ায় দুপর সোয়া ১টায় ফেরি চলা পুরোপুরি বন্ধ হয়ে হয়।”

শিমুলিয়া ঘাটে  ৫০টি বাসসহ সাত শতাধিক ছোট-বড় গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।