নাটোরে সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলীর গণসংযোগে হামলা, আটক ২ 

আওয়ামী লীগ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের গণসংযোগকালে হামলা হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2018, 05:15 PM
Updated : 9 July 2018, 05:17 PM

হামলায় এক কর্মী আহত হলেও আহাদ আলী সরকার অক্ষত রয়েছেন।

এ সময় স্থানীয়রা গুলির শব্দ পান বলে জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার নাটোর সদরের ফুলতলা এলাকায় এই হামলা চালানো হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান।

আটকরা হলেন সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মানিক পাশা (২৬) ও তার সহযোগী শাহাদত হোসেন (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, সোমবার বিকাল ৫টার দিকে আহাদ আলী সরকার সদর উপজেলার ফুলতলা এলাকায় গণসংযোগ করছিলেন।

“এ সময় সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মানিক পাশার নেতৃত্বে কিছু যুবক তার গণসংযোগে বাধা দেয়। এতে তারা প্রতিরোধের মুখে পড়লে ঘটনাস্থল থেকে তারা ফিরে যায়।

“কিছুক্ষণ পর অন্য সহকর্মীদের নিয়ে তারা শিবদুর মোড়ে এসে পুনরায় আহাদ আলী সরকারের সহযোগীদের উপর হামলা চালায়।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা হামলার সময় ছয়টি গুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশ কিছু বলেনি।  

আবুল হাসনাত আরও জানান, খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে আহাদ আলী সরকারকে উদ্ধার করে। এ ঘটনায় ওই নেতার সঙ্গে থাকা আহত কর্মী লিটন হোসেনকে সদর হাসপাতালে পাঠানো হয়।

“পরে পুলিশ মানিক ও শাহাদত হোসেনকে আটক করে এবং তাদের মোটরসাইকেল জব্দ করে। তবে আটকের পর মানিক পাশা নিজেকে নির্দোষ দাবি করেন।”

সন্ধ্যার পর আহাদ আলী সরকার জেলা শহরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।

এ সময় তিনি বলেন, “এটা আমার উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা। জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে এ হামলা চালানো হয়েছে।”

তবে কে হামলা করেছে তা তিনি নির্দিষ্ট করেননি।

আহাদ আলী সরকার নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সাংসদ।