ইবি ভিসির গাড়ি আটকে হামলায় ডাকাতির মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য হারুন-উর-রশিদ আসকারীর গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2018, 02:53 PM
Updated : 26 Jan 2018, 02:53 PM

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল লতিফ বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় শৈকুপা থানায় ডাকাতির মামলাটি দায়ের করেছেন। 

এতে অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে বলে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান।  

বৃহস্পতিবার গভীর রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে রাস্তায় গাছ ফেলে হারুন-উর-রশিদ আসকারীর গাড়ি আটকে হামলা চালায়। তারা গাড়ির কাচ ভেঙে ফেলে।

মামলার বরাত দিয়ে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপার মাহমুদপুর এলকায় তাদের গাড়ি আটকায় ডাকাতরা। পরে গাড়ির কাচ ভেঙে দেয়।

“পরে মানি ব্যাগে থাকা ৫/৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।”

ওসি বলেন, ডাকাতরা চলে গেলে উপাচার্য পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ক্যাম্পাসে পৌঁছে দেয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর সকালে ইবি ক্যাম্পাসে যান। দীর্ঘক্ষণ ভিসির সঙ্গে বৈঠক করেন বলে তিনি জানান।

হামলাকারীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে বলেও এসপি জানান।