নারায়ণগঞ্জের ফুটপাতে আবার হকার

নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়ক বাদে কয়েক জায়গায় বিকেল ৫টার পর ফুটপাতে হকার বসার অনুমতি দিয়েছে প্রশাসন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 05:27 PM
Updated : 17 Jan 2018, 05:31 PM

জেলার পুলিশ সুপার মঈনুল হক বলেন, “মেয়রের সঙ্গে আলোচনা করে বঙ্গবন্ধু সড়ক ছাড়া বিকাল ৫টার পর কয়েকটি ফুটপাতে হকার বসতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি হকারদের জানিয়ে দেওয়া হয়েছে।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হকারমুক্ত করার জন্য গত ২৫ ডিসেম্বর তাদের উচ্ছেদ করা হয়। এর পর থেকে হকার বসলেই পুলিশ ধাওয়া করত।

মঙ্গলবার হকারদের পক্ষে স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সমর্থক ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এরপর বুধবার আর পুলিশ কোনো হকারকে ধাওয়া করেনি। কয়েকটি ফুটপাতে বিচ্ছিন্ন কিছু হকারকে পণ্য নিয়ে বসতে দেখা গেছে।

বঙ্গবন্ধু সড়কের মডার্ন ডায়াগনস্টিকের সামনে বসেছেন হকার মোস্তফা মিয়াসহ কয়েকজন।

মোস্তফা বলেন, “গত কয়েক দিন মালামাল নিয়ে দৌড়াদৌড়ি করলেও বুধবার কোনো পুলিশ ঝামেলা করেনি। কয়েক দিন পর শান্তিপূর্ণভাবে বেচাকেনা করছি।”

হকার ফাহাদ হোসেন বলেন, “সকালে শহীদ মিনারে সমাবেশ হয়েছে। সেখানে পুলিশের এক কর্মকর্তা আমাদের জানিয়েছেন, বিকেল ৫টার পর থেকে কয়েকটি ফুটপাতে দোকান বসাতে পারব। তবে হাঁটার জায়গা রেখে দোকান বসাতে হবে।”