নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে হকার বসানো নিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 01:13 PM
Updated : 17 Jan 2018, 01:13 PM

জেলা প্রশাসক রাব্বী মিয়া জানান, বুধবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দিন হায়দারকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে।

কমিটির অন্য দুই সদস্য হলেন - অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও র‌্যাব ১১-এর সহকারী পরিচালক (এএসপি) বাবুল আখতার।

সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ফুটপাত দখলমুক্ত করতে নামলে হকারদের পক্ষে নেন শামীম। হকারদের বসতে না দিলে আইভীকে দেখে নেওয়ার হুমকিও দেন তিনি।

মঙ্গলবার সকাল থেকে শহরে এ নিয়ে চাপা উত্তেজনার মধ্যে বিকালে নগর ভবন থেকে বেরিয়ে নিজের সমর্থকদের মিছিল নিয়ে হেঁটে চাষাঢ়ায় যান আইভী।

এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাধে। সেখানে নিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিস্তল হাতে দেখা যায়। আইভীর সমর্থকদের অভিযোগ, নিয়াজ গুলিও ছুড়েছেন।

এসব ঘটনায় এখনও মামলা হয়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্র প্রদর্শন বিষয়ে থানায় জিডি করা হয়েছে। অস্ত্রের উৎস ইত্যাদি তদন্ত করা হচ্ছে।

“আর হকার পুনর্বাসনের বিষয়ে আমরা স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”