রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারীসহ তিনজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসের আরও ১৮ যাত্রী।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 04:18 AM
Updated : 13 Dec 2017, 06:24 AM

গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সী জানান, বুধবার সকাল ৭টার দিকে উপজেলার মাটিকাটা কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - নওগাঁর পোরশা উপজেলার বন্দাপাড়া গ্রামের সৌকত আলীর ছেলে শুভ (২৮), চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলার সোনা মশলা গ্রামের মজিদ মোল্লার স্ত্রী আছিয়া বেগম (৬৫) ও নওঘাঁর সাপাহার উপজেলার দিঘিপাড়ার আলিমুদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৩৯)।

ওসি হিফজুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একতা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হৃদয় ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে হৃদয় ট্রাভেলসের সহকারী শুভ ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে মারা যান আছিয়া ও হারুন।”

পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ওসি হিফজুল বলেন, গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।