লক্ষ্মীপুরের রায়পুরে বস্তায় ভরে চার বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
Published : 02 Nov 2017, 04:25 PM
বুধবার গুরুতর অবস্থায় ওই শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. নাছির।
তিনি বলেন শিশুটির চোখে ও মুখে মারাত্মক জখম হয়েছে।
এর আগে সন্ধ্যায় রায়পুর উপজেলার বামানিতে এ ঘটনা ঘটে বলে জানান রায়পুর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বামনি গ্রামের রাকিব ও নাঈম লুডু খেলছিলেন। এ সময় রাকিবের মোবাইল খোয়া যায়। এ বিষয়ে নাঈমকে সন্দেহ করে জিজ্ঞাসা করার সময়ে প্রতিবেশী মো. সোহেল তাকে বাধা দেন।
“এতে রাকিব ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর সোহেলের চার বছর বয়সী ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে বস্তায় ভরে নিয়ে গিয়ে নির্যাতন (মারধর) করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাকিব পালিয়ে যায়।”
পরে শিশুটিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা নোয়াখালী সদর হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান তিনি।