মোমবাতি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস
Published : 16 Apr 2025, 11:51 AM
নেত্রকোণার দুর্গাপুরে অগ্নিকাণ্ডে একটি বসত ঘরে থাকা আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামের ইসোহাগ হাসান বাপ্পির বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে দুর্গাপুর ফায়ার স্টেশন লিডার মঞ্জুল ফরাজী জানান।
তিনি বলেন, “মঙ্গলবার রাতে বাপ্পি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে পাশের বাসায় খাবার খাওয়ার জন্য যান। কিছুপর পর শুনতে পান তার ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে।
“মুহুর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে৷ তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন এগিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নেভানো সম্ভব হয়নি।”
খবর পেয়ে দুর্গাপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা মঞ্জুল ফরাজী জানান।
তিনি বলেন, “মোমবাতি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”