রাবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2017, 12:48 PM
Updated : 1 Nov 2017, 12:49 PM

বুধবার বিকালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফয়জার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

গত ২২ অক্টোবর তিনটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ‘ই’ ইউনিটে ৭৪৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ২৩২ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও প্রায় সাড়ে ছয় হাজার পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাথমিকভাবে দুই হাজার তিনশ ৭৯ জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়েছে। পর্যায়ক্রমে ২৮, ২৯ ও ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।

“সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই ৭ থেকে ২০ নভেম্বর রাত ১২টার মধ্যে অনলাইনে বিষয় নির্বাচনের ফরম পূরণ করতে হবে।”