সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন ও কাজিপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 05:32 AM
Updated : 12 Oct 2017, 05:56 AM

নিহতরা হলেন - নওগাঁর মহাদেবপুর থানার দক্ষিণকুড়া গ্রামের মোজাফফর হাসানের ছেলে ট্রাকচালক নজরুল ইসলাম, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গোয়ালবাথা গ্রামের সোহরাব হাসানের স্ত্রী শাহারা খাতুন ও অজ্ঞাতপরিচয় একজন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই রাজু আহমেদ বলেন, রাতে নওগাঁ থেকে চালবোঝাই ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি সেতুর পশ্চিম সংযোগ সড়ক এলাকায় পৌঁছালে টিনবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় ট্রাকচালক নজরুল ইসলামসহ তিনজন আহত হন জানিয়ে তিনি বলেন, তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ট্রাকচালক নজরুল মারা যান।

এছাড়া শাহারা খাতুন নামে এক গৃহবধূ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমদ।

তিনি বলেন, বুধবার রাতে কাজিপুর উপজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে শাহারা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। শাহারা কাজিপুর উপজলার গোয়ালবাথা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী।