রাজবাড়ীর পাংশা উপজেলায় ডাকাতি মামলার আসামি দুই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 29 Oct 2016, 02:28 PM
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাংশা থানার ওসি এসএম শাহজালাল বলেন, শুক্রবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খামারডাঙ্গী গ্রামের নাসু মণ্ডলের বাড়ি থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
“তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”
গ্রেপ্তাররা হলেন পাংশা থানার সরিষা ইউনিয়নের কুঠি মালিয়াট গ্রামের জাহাঙ্গীর (৩৬) ও সালমান (৩৫)।
পাংশা থানায় তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে ওসি শাহজালাল জানান।