জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের হাতাহাতিতে অন্তত দুইজন আহত হয়েছেন।
Published : 15 Aug 2016, 10:48 PM
সোমবার দুপুরে শহরের জননী বাস টার্মিনালের সামনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান ফয়সাল মাল জানান।
তিনি বলেন, “উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগের কিছু ছেলে এ ঘটনা ঘটিয়েছে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এটি হয়েছে।”
এতে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনসহ আহত দুইজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ছাত্রলীগ নেতা কামরুল।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান শুভের অনুসারীরা এ সংঘাতে জড়িয়েছে বলে প্রত্যদর্শীরা জানিয়েছেন।
এ নিয়ে কথা বলতে বেশ কয়েকবার যোগযোগ করেও পাওয়া যায়নি ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে।
বিষয়টি নিয়ে রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া বলেন, “ঘটনা সম্পর্কে কিছুই জানা নাই, কেউ থানায় অভিযোগও করেনি।”