লক্ষ্মীপুরের রায়পুরে একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীর ছয় পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ।
Published : 07 May 2016, 12:54 PM
শনিবার উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া মানছুরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনার পর ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে প্রিজাইডং অফিসার মোহাম্মদ মঞ্জুর হোসাইন জানান।
তিনি বলেন, “সকাল ১০টার দিক আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর শাহজাহান কামালের পক্ষের জাল ভোট দেওয়ার অভিযোগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ করিমের নেতৃত্বে তার ছয় পোলিং এজেন্টকে আটক করে পুলিশ। পরে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ”
এছাড়া সদর উপজেলার টুমচর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সকালে উপজেলার টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে কেন্দ্রের ইনচার্জ এএসআই আবু হানিফ ভুইয়া জানান।
তিনি বলেন, মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন ও কামাল হোসেনের সমর্থকদের মধ্যে জাল ভোট নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটলে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরে ওই কেন্দ্র থেকে রিয়াজুল করিম নামে নৌকা প্রতীকের এক পোলিং এজেন্টকে আটক করা হয় বলে জানান এএসআই।