গত ২ জানুয়ারি জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর মতবিনিময় সভার ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি দেখা যায়।
Published : 05 Jan 2024, 08:44 AM
নির্বাচনি মতবিনিময় সভার ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি ব্যবহার করায় ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে অনুসন্ধান কমিটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) খায়রুন্নেসা বৃহস্পতিবার বিকালে এই নোটিস দেন বলে জানিয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরীর প্রধান নির্বাচন সমন্বয়ক সাইফুদ্দিন আহমেদ চৌধুরী।
নোটিসে শুক্রবার বিকাল ৩টার মধ্যে জাতীয় পার্টির প্রার্থীকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী গত ২ জানুয়ারি বিকালে সোনাগাজীর মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা করেন। ওই সভার ব্যানারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
ওই মতবিনিময় সভার ব্যানারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ছোট একটি ছবি থাকলেও আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল চোখে পড়ার মতো।
বুধবার একটি গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে তা নির্বাচন অনুসন্ধান কমিটির নজরে আসে।
জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর ৭ (৩) ধারা অনুযায়ী, নির্বাচনী পোস্টারে বা ব্যানারে প্রার্থী তার প্রতীক ও নিজের ছবি ব্যতীত অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ছাপাতে পারবেন না।
আচরণবিধিমালা ২০০৮-এর ৭ (৪) উপবিধি (৩) এ যাই থাকুক না কেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে সে ক্ষেত্রে তিনি কেবল তাঁর বর্তমান দলীয় প্রধানের ছবি ছাপাতে পারবেন।
শোকজের বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগ তার দলীয় প্রার্থীকে প্রত্যাহার করে লাঙ্গলকে সমর্থন দেওয়ায় মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করছেন দুই উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা।