ঝোপে ফেলে যাওয়া নবজাতক পেল আশ্রয়

মঙ্গলবার রাতে বরিশালের আগৈলঝাড়ায় ঝোপে ফেলে যাওয়া হয় কন্যা শিশুটিকে। ঘটনাচক্রে তাকে খুঁজে পান দুই ভাই।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2024, 03:34 PM
Updated : 27 March 2024, 03:34 PM

বরিশালের গৌরনদীতে ঝোপের মধ্যে ফেলে রাখা নবজাতককে উদ্ধার করে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে দেয়া হয়েছে। 

বুধবার দুপুরে ছোট মনি নিবাসে দেয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কেন্দ্রটির উপ তত্ত্বাবধায়ক সুশান্ত বালা। 

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় নবজাতকটিকে। 

বাটাজোর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম সাংবাদিকদের জানান, রাত সাড়ে আটটার দিকে এলাকার ছোট ভাই শয়ন সরদার বাসায় ফিরছিলেন। পথে ঝোপের মধ্যে থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে তাকে ফোন দেন তিনি। 

এরপর পরে ঝোপের মধ্যে কাঁথায় মোড়ানো কন্যা শিশুকে দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। তারা শিশুটিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

স্বাস্থ্য কমপ্লেক্সটির মেডিকেল অফিসার তৌকির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জন্মের পর শিশুটিকে পরিষ্কার না করে রক্তমাখা অবস্থায় ফেলে গেছে।” 

শিশুটি সুস্থ থাকায় বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তাকে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক সুশান্ত বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর একটার দিকে শিশুটি গ্রহণ করা হয়েছে।” 

গৌরনদী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “কারা ফেলে গেছে জানা যায়নি। বিষয়টি তদন্ত না করে বলা যাবে না।”