গাইবান্ধায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আব্দুল লতিফ মারা যান।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2023, 01:35 PM
Updated : 21 April 2023, 01:35 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বালুয়া তালতলা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান।

নিহতদের মধ্যে অটোরিকশার চালক আব্দুল লতিফের (৪৫) পরিচয় জানা গেছে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জোব্বার আলীর ছেলে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল লতিফ মারা যান। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অটোরিকশার তিন যাত্রী মারা যান।

ওসি আমিনুল আরও বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। মরদেহগুলো হাইওয়ে থানায় রয়েছে।