চলতি বছরে এ পর্যন্ত জেলায় এক হাজার ৫২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
Published : 05 Nov 2023, 05:20 PM
রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে; গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
রোববার জেলার সিভিল সার্জন ইব্রাহিম টিটোন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালে ১৩, পাংশা উপজেলায় ছয়, কালুখালি উপজেলায় চার, বালিয়াকান্দি উপজেলায় ছয় এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ ডেঙ্গু রোগী ।
চলতি বছরে এ পর্যন্ত জেলায় এক হাজার ৫২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে; এ ছাড়া সুস্থ হয়েছেন এক হাজার ৪৪৭ জন বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]