ফেনীতে বাসের ধাক্কায় মসজিদের খতিব নিহত

নিহতের ভাই জানান, মাওলানা মনির আহমদ দীর্ঘ ১৭ বছর ধরে ফেনী সদর হাসপাতাল মোড় জামে মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 12:06 PM
Updated : 14 Nov 2023, 12:06 PM

ফেনীতে বাসের ধাক্কায় মসজিদের একজন খতিব নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফুলগাজী থানার ওসি আবুল হাসিম।

নিহত মনির আহমদ আরশাদী ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর শাহপাড়া গ্রামের ডা. ছালেহ আহমদের ছেলে। তিনি ১৭ বছর ধরে ফেনী সদর হাসপাতাল মোড় জামে মসজিদের খতিব এবং জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে তার ভাই মাহমুদুল হাসান জানান।

মাহমুদুল আরও জানান, তার ভাই আগামী ২৫ নভেম্বর একটি মাহফিলের কাজে বাড়ি থেকে বের হয়ে ফেনী যাচ্ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল হাসিম বলেন, “সিএনজিচালিত অটোরিকশাটি ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাটে পৌঁছলে পরশুরামমুখী যাত্রীবাহী একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা মাওলানা মনির আহমদ ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও জানান, এতে অটোরিকশার চালকসহ তিন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।”