দুই মাস আগে ভিকটিমের সঙ্গে মোবাইলে পরিচয়ের পরে শাহজাহান বিয়ে, ভাল বেতনে চাকুরিসহ বিভিন্ন প্রলোভন দেখাতেন ওই নারীকে।
Published : 30 Nov 2023, 08:29 AM
নাটোর সদর থেকে ‘অপহৃত’ এক নারীকে ভারতে পাচারের সময় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার বিকালে সাতক্ষীরার কলোরোয়া সীমান্তবর্তী সোনাবাড়িয়া এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশিকুর রহমান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প ও র্যাব-৬ যশোর সিপিসি-৩ এর সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন, যশোরের মনিরামপুরের মশ্বীমনগরের মো. সোবহান আলী সরদারের ছেলে মো. শাহজাহান (৩০) এবং শ্যামনগর এলাকার মো. কাদের সরদারের ছেলে মো. কবির হোসেন (৩৮)।
এ সময় স্বর্ণের এক জোড়া বালা, একটি চেইন, এক জোড়া রূপার নূপুর, ভারতীয় মুদ্রা এবং মোবাইল উদ্ধার করা হয়।
আশিকুর রহমান জানান, ভিকটিম একজন বিবাহিত নারী। দুই মাস আগে ভিকটিমের সঙ্গে মোবাইলে মো. শাহজাহানের পরিচয় হয়। পরিচয়ের পরে শাহজাহান বিয়ে, ভাল বেতনে চাকুরিসহ বিভিন্ন প্রলোভন দেখাতেন ওই নারীকে।
এর মধ্যে শনিবার বেলা দেড়টার দিকে ওই নারী বাজারের জন্য বাড়ি থেকে বের হলে শাহজাহান সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাকে অপহরণ করে। ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে কৌশলে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা নিয়ে যায়।
এ ঘটনায় নারীর স্বামী বাদী হয়ে রোববার নাটোর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। এর পরেই অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করে র্যাব।
আশিকুর আরও বলেন, আটক ‘অপহরণকারী চক্রের মূল হোতা’ শাহজাহান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেয়েদের নানা প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে এবং সেই মেয়েদের ভারতে পাচার করে মোটা অংকের টাকা আয় করেন তিনি। এই কাজে তার বোন জামাই কবির হোসেনসহ আরও অনেকেই সহযোগিতা করে থাকে।
ছোটবেলায় শাহজাহানের মা তাকে নিয়ে ভারতে চলে যায়। ছয় বছর আগে শাহজাহান আবারও বাংলাদেশে এসে যশোর মণিরামপুরে তার বাবা সোবহান আলীর কাছে থাকতে শুরু করেন। তার বাংলাদেশ এবং ভারত দুই দেশেরই নাগরিকতা থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া সহজ ছিল।
ভিকটিম ও আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ওই র্যাব কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]