সাভারে ‘ডাকাতের’ গুলিতে পোশাক শ্রমিক নিহত

রাতে ডাকাত ডাকাত চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এলে ডাকাতরা গুলি ছোড়ে; গুলিতে মফিজুল নিহত হন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2023, 12:48 PM
Updated : 23 March 2023, 12:48 PM

ঢাকা সাভারে একটি বাড়িতে ‘ডাকাতের’ গুলিতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার আশুলিয়ার কাঠগড়ার নয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত মফিজুল মোল্লা (৩০) টাঙ্গাইলের নাগরপুর এলাকার বাসিন্দা। তিনি কাঠগড়া নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বাড়ির মালিক এটিকে ডাকাতির ঘটনা বললেও তাৎক্ষণিকভাবে পুলিশ এ তথ্য নিশ্চিত করেনি।

বাড়ির মালিক কামরুল হাসান শাকিল বলেন, রাত ৩টার দিকে ‘একদল ডাকাত’ জানালার গ্রিল কেটে বাড়িতে ঢোকার চেষ্টা করে। তখন বিষয়টি বুঝতে পেরে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পাশের বাড়ির ভাড়াটিয়া মফিজুল মোল্লাসহ কয়েকজন এগিয়ে আসেন।

“তখন ডাকাতরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন মফিজুল মোল্লা। পরে তাকে আশুলিয়ার বেরনে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, “ভোর রাতে স্থানীয়রা মফিজুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। মফিজুলের বুকে গুলির চিহ্ন ছিল।”

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশুলিয়া থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, “বিষয়টি সন্দেহজনক। ঘটনাটি শুধুই ডাকাতির, নাকি ব্যক্তিগত কোনো পূর্বশত্রুতা তা খতিয়ে দেখা হচ্ছে।”

ওসি জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।