Published : 02 May 2025, 11:35 PM
মাগুরা পৌর সভার সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মীর শহীদুল ইসলাম বাবুকে কুপিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার ভিটাসাইর গ্রামে তার উপর এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি মো. আয়ুব আলী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের ওই নেতাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে পুলিশের কাছে কেউ অভিযোগ দিতে আসেনি।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, জুমার নামাজের পর ভিটাসাইর গ্রামের জামাল মোল্লার বাড়িতে দাওয়াত খেতে আসেন আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম বাবু মীর। খাওয়া সেরে ওই বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় দৌড়ে বাবু মীর ঘরের মধ্যে গিয়ে পালিয়ে রক্ষা পান।
তারা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল কাউন্সিলর বাবুকে উদ্ধার করতে ওই বাড়িতে যায়। পরে পুলিশ উদ্ধার করে তাকে গাড়িতে তুলতে গেলে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।
পরে সদর থানার ওসি আয়ুব আলীসহ অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের লোকেরা যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করেন। ওই হামলায় তৎকালীন কাউন্সিলর বাবু ও তার লোকজন জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে, সে হামলার প্রতিশোধ নিতে ওই যুবদল নেতার অনুসারীরা শুক্রবার এ হামলা চালিয়েছে বলে তাদের ধারণা।
হাসপাতালের চিকিৎসক অমর প্রসাদ বলেন, হাতে ও পিঠে কয়েক জায়গায় জখম নিয়ে সাবেক কাউন্সিলর বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে কিছুক্ষণ পর তিনি সেখান থেকে চলে যান।