উদ্ধার করা চিনির আনুমানিক মূল্য ১১ লক্ষ ৭৬ হাজার টাকা।
Published : 15 Jun 2024, 01:11 AM
সিলেটে ট্রাকে পাথরের নিচে লুকিয়ে পাচারকালে ২০০ বস্তা চিনি উদ্ধার ও দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটকরা হলেন- রাজশাহীর বেলপুকুর থানার দুরুল হুদার ছেলে ও ট্রাক চালক মো. সালাউদ্দিন (২৮), একই জেলার বহরমপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে ও হেলপার মো. মহাশিন (২৪)।
এডিসি সাইফুল বলেন, “জৈন্তাপুর থানার হরিপুর থেকে উপরে পাথর দিয়ে ভেতরে ভারতীয় চিনি সিলেট শহরের দিকে আসছে; এমন গোপন তথ্যের ভিত্তিতে শাহপরাণ (র.) থানার সুরমা গেইট বাইপাস এলাকায় চেকপোস্ট পরিচালনা করে থানা পুলিশ।
“শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে চেকপোস্টে একটি ট্রাককে থামানোর সংকেত দিলেও তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে ট্রাকটি জব্দ ও দুই জনকে আটক করা হয়।
“পরে গাড়ি তল্লাশি করে পাথরের নিচে থাকা ২০০ বস্তা চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৭৬ হাজার টাকা।"
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, “এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।"