সিলেট-১ ছাড়াও আওয়ামী লীগের তিনবারের সাংগঠনিক সম্পাদক মিসবাহ সিরাজ সিলেট-৩ আসন থেকেও মনোনয়নপত্র তুলেছেন।
Published : 27 Nov 2023, 06:58 PM
সিলেট-১ সদর আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
এ ছাড়া আওয়ামী লীগের তিনবারের এই সাংগঠনিক সম্পাদক সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসন থেকেও মনোনয়নপত্র তুলেছেন।
সোমবার নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জানিয়ে মিসবাহ উদ্দিন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে প্রার্থী হতে দুই আসন থেকেই দলের নেতাকর্মীরা চাপ দিচ্ছেন। তাই দুটি আসনের ফরম তুলেছি। আমি সিলেট থেকে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। এ জন্য সিলেটের মানুষজনের সঙ্গে আমার গভীর সর্ম্পক রয়েছে। দ্রুতই সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানানো হবে; কোন আসনে নির্বাচন করব।”
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় প্রধানের নির্দেশনা আপনারা দেখেছেন। আমি আর এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা নৌকার প্রার্থীর সঙ্গেই রয়েছি।”
মিসবাহ উদ্দিন সিরাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহানগরীর এক নেতা বলেন, “মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হতে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা মেনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করছেন।”
মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীর (পিপি) দায়িত্বও পালন করেন দীর্ঘদিন। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন।
সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে আব্দুল মোমেন। এর আগে টানা দুই মেয়াদে এ আসনের সংসদ সদস্য ছিলেন মোমেনের বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
স্বাধীনতার পর থেকে সিলেট-১ আসন থেকে নির্বাচিত প্রার্থীর দলই সরকার গঠন করেছে, ফলে এই আসনটি ভোটের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে।