“মাদক পাচার ও ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে।”
Published : 11 Feb 2025, 05:50 PM
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে এক তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মণ্ডলপাড়া ঘাটের নিচে তাকে গুলি করে হত্যা করা হয় বলে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান।
নিহত রাজু (১৮) বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম প্রামানিকের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রাজুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে, খবর পেয়ে তার পরিবার ও স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
“ধারণা করা হচ্ছে, পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সঙ্গে চাঁদা আদায়ের ঘটনা এবং সীমান্ত এলাকার মাদক পাচার ও ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজুকে হত্যা করা হতে পারে।”
তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখনও কাউকে আটক করা যায়নি।