রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাতে শেষ হবে এবারের ইজতেমা।
Published : 15 Feb 2025, 09:33 PM
টঙ্গীর তুরাগতীরে সাদপন্থিদের আয়োজনে দ্বিতীয় দফায় চলা বিশ্ব ইজতেমায় ‘হামলার আতঙ্ক সৃষ্টিকারী’ ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার সামনে স্থাপিত জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান একথা জানান।
তবে আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন, “গতকাল আপনারা শুনেছেন, বিশ্ব ইজতেমায় হামলা হতে পারে বলে সামাজিক মাধ্যমে খবর ভাইরাল হয়েছে। যার মোবাইল ফোন থেকে এ গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, সেই ব্যক্তিকে পুলিশ আটক করেছে।”
তিনি বলেন, “ফেইসবুকে গুজব ছড়ানো ব্যক্তিকে ডেকে এনেছি। তার প্রোফাইল ঘেঁটে দেখেছি। ওই মাপের লোকও নয় সে।
“তবে যদি সে সঠিক উত্তর না দিতে পারে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ‘ভালো’ দাবি করে মহানগর পুলিশের কমিশনার বলেন, “সাদপন্থিদের এবারের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি অন্য বাহিনীও মোতায়েন রয়েছে।
“এছাড়া ময়দানে শান্তি-শৃঙ্খলার দায়িত্বে ইজতেমা আয়োজক কর্তৃপক্ষের নিজস্ব জনবলও রয়েছে।”
রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাত, বন্ধ হবে না সড়ক
রোববার দ্বিতীয় দফার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। তখন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচলের জন্য খোলা থাকবে বলে জানিয়েছে মহানগর পুলিশ।
মহানগর পুলিশের কমিশনার বলেন, “এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে, সচল আছে, গাড়ি ঠিকমত চলছে। আখেরি মোনাজাতের দিনও আমরা জনজীবনের চলাচল রাখতে চাই, রাস্তা যানজটমুক্ত রাখতে চাই।
“আমরা এবারও রাস্তাগুলো খালি রাখতে চাই। রাস্তায় কোনো মানুষ বসবে না, দাঁড়াবে না।”
এসময় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল হাসান, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ছিলেন।