তিন দিনের এ প্রদর্শনী চলবে শনিবার রাত পর্যন্ত।
Published : 08 Feb 2025, 12:01 AM
ফরিদপুরে কালার পয়েন্টের উদ্যোগে ‘নতুন আশার সূর্যোদয়’ শীর্ষক তিনদিনের চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে; প্রদর্শনী চলবে শনিবার রাত পর্যন্ত।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুর শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। ফরিদপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার চিত্র শিল্পীদের রং তুলিতে আঁকা ছবির প্রদর্শনী এটি।
ফেব্রুয়ারি মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদর্শনীতে নবীন ও প্রবীণ শিল্পীর জলরঙ, তেলরঙ ও অ্যাক্রোলিক মাধ্যমে আঁকা ৮৬ জন শিল্পীর মোট ১৪২টি চিত্রকলা স্থান পেয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনী দিনেই সমবেত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ক্ষুদে শিল্পীদের পাশাপাশি জ্যেষ্ঠ শিল্পীদের রঙ তুলির আঁকা বাহাড়ী ধরনের ছবি দেখে মুগ্ধ হন দর্শণার্থীরা।।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কালার পয়েন্টের পরিচালক চিত্রশিল্পী রেজাউল করিম জুয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আলতাব হোসেন, ঢাকা আট কলেজের অধ্যক্ষ গোবিন্দ রায়।
চিত্রকলার প্রদর্শনীর আয়োজক চিত্রশিল্পী রেজাউল করিম জুয়েল বলেন, “সেই সময় মনে হয়েছিল, এ জেলা শহরের স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের ড্রয়িংয়ের পাশাপাশি মুক্তভাবে জলরং চর্চায় উৎসাহিত করতে হবে। মুক্ত মননে তারা ছবি আঁকবে। ইট পাথরের দেয়ালের বাইরেও আলাদা এক প্রকৃতি আছে, তার সঙ্গে ওদের সখ্যতা তৈরি হবে। গ্রাম-বাংলার রূপ ঐতিহ্যকে তারা ধারণ করে ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারবে। এমন আরও অনেক স্বপ্ন নিয়ে ২০০১ সালে যাত্রা শুরু হয় ‘কালার পয়েন্ট ফাইন আটর্স’ এর।”
প্রদর্শনীতে আসা আলফাডাঙ্গা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম বলেন, “শিল্পীদের এ চিত্রকর্ম প্রদর্শনী আশা জাগানিয়া একটি মহান উদ্যোগ। মানুষ মানুষকে ভালোবাসুক, সুকুমার বৃত্তি চর্চা আরও বেগবান হোক। নতুন আশার সূর্যোদয়ের সূচনা হোক।”
ফরিদপুরের ডিসি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এই প্রদর্শনী প্রসঙ্গে বলেন, “সুস্থ ধারার সংস্কৃতিক চর্চা সমাজকে আরো বেগবান করবে, চিত্রকলা প্রদর্শন এই জেলাকে আরো সমৃদ্ধি করবে।”