দুর্ঘটনার সময় গেটম্যান অনুপস্থিত ছিল, বলছে রেলওয়ে পুলিশ।
Published : 03 Feb 2025, 09:03 AM
দিনাজপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় ট্রাক চালকের সহকারীর প্রাণ গেছে; আহত হয়েছেন চালক।
বিরামপুর-ঘোড়াঘাট সড়কের বিরামপুর রেল ক্রসিং এ রোববার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পার্বতীপুর জিআরপি থানার ওসি ফকরুল ইসলাম জানান।
নিহতের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আর আহত ট্রাক চালক আরিফকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফ পঞ্চগড়ের তেতুঁলিয়ার ভোজনপুর গ্রামের আশরাফুলের ছেলে।
ওসি ফকরুল বলেন, “পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর-ঘোড়াঘাট সড়কের বিরামপুর রেল ক্রসিং অতিক্রমের সময় পাথর বোঝাই একটি ট্রাক ক্রসিং এ উঠে পড়ে।
“এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়।”
ঘটনার সময় গেটম্যান অনুপস্থিত ছিল জানিয়ে রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর রাতে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকলেও সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।