রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।
Published : 21 Oct 2024, 06:26 PM
চাঁদপুরের হাজীগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন বলে ট্রাইব্যুনালের বিশেষ পিপি শামছুল ইসলাম মন্টু বলেন।
দণ্ডপ্রাপ্ত মো. মহিন উদ্দিন (৩৫) হাজীগঞ্জ উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের বাসিন্দা।
মামলার নথি জানা গেছে, পারিবারিকভাবে মহিন উদ্দিনের সঙ্গে উপজেলার মোল্লারডর মিজিবাড়ির হাজী নেয়ামত উল্লাহ মিজির মেয়ে মরিয়ম বেগমের (২৫) বিয়ে হয়। বিয়ের সময় মরিয়মের বাবা স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা দেন।
এরপরও মহিন উদ্দিন নতুন ব্যবসা এবং বিদেশে যাওয়ার কথা বলে বারবার স্ত্রীর মাধ্যমে শ্বশুরের কাছে টাকা চান। এসব নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বৈঠকও হয়।
মামলায় আরও বলা হয়, ২০১৭ সালের ২ নভেম্বর ঘটনার রাতে কথা কাটাকাটির এক পর্যায় মহিন উদ্দিন তার স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
মরিয়মের বাবা নেয়ামত উল্লাহ বলেন, “পরদিন সকালে আমরা মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে গিয়ে মেয়েকে শ্বশুরবাড়ির একটি দোচালা ঘরে পাতলা কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় পাই। পরে পুলিশ এসে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় পাঁচদিন পর মরিয়মের বাবা নেয়ামত উল্লাহ হাজীগঞ্জ থানায় জামাতা মহিন উদ্দিনসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় পিবিআইকে। তদন্ত করেন পিবিআই চাঁদপুরের তৎকালীন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম।
তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এতে মামলার পাঁচজন আসামির মধ্যে মহিন উদ্দিন ছাড়া বাকি চারজনকে অব্যাহতি দেওয়া হয়।
স্পেশাল পিপি শামছুল ইসলাম মন্টু বলেন, “মামলাটি প্রায় ৭ বছর চলা অবস্থায় আদালত নয়জনের সাক্ষ্য নেয়। আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে হাজির ছিলেন।”
মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন ইকবাল বিন বাশার ও বাদী পক্ষে ছিলেন আইনজীবী হান্নান কাজী।