এ দুই উপজেলায় চেয়ারম্যান পদে নয়জন, ভাইস চেয়ারম্যান পদে আট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Published : 07 Jun 2024, 05:29 PM
ঘূর্ণিঝড় রেমালের কারণে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বন্ধ হওয়া ভোলার দুই উপজেলায় ভোট হবে রোববার।
লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে নয়জন, ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তে উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি।
সকালে লালমোহন উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত-কলম প্রতীকের আকতারুজ্জামান টিটব এবং মোটরসাইকেল প্রতীকের অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদকে লিফলেট বিতরণের পাশাপাশি গণসংযোগ করতে দেখা গেছে।
এছাড়া বৃহস্পতিবার রাতে গণসংযোগের পাশাপাশি লিফলেট বিতরণ করেন হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হোসেন হাওলাদার।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে তা বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
রোববার এ দুই উপজেলার ১১৯টি ভোটকেন্দ্রে তিন লাখ ৬৫ হাজার ২৩০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে ২৯ মে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, রেমালের কারণে স্থগিত কার ২২ উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে ৯ জুন; যার মধ্যে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা রয়েছে।