ধারণা করা হচ্ছে, পানির লাইনের পাইপ বেয়ে নিচে নামার সময় দোতলার সমপরিমান উঁচু থেকে পড়ে যায় সে।
Published : 27 Dec 2024, 12:28 AM
ভোলায় মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর এসেছে।
বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার উকিলপাড়া গোরস্থান জামিয়া ইসলামিয়া মোহাম্মাদীয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান।
নিহত সোলাইমানের (৮) বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকায়।
তাকে কয়েক মাস আগে তার নানা ওই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে যান বলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
তারা বলেন, বুধবার বিকালে পরিবারের লোকজন সোলাইমানকে একপ্রকার জোর করে মাদ্রাসায় রেখে যান।
বৃহস্পতিবার ভোরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে সোলাইমানকেও অজু করার জন্য উঠিয়ে দেন মাদ্রাসার শিক্ষক। অজু করে সবাই ফিরে এলেও সোলাইমান আসেনি।
পরে সবদিকে খোঁজ নিয়ে দেখা যায়, মাদ্রাসার পেছনে পানির লাইনের ভাঙা পাইপের পাশে সোলাইমানের নিথর দেহ পড়ে আছে। সেখান থেকে উদ্ধার করলে দেখা যায়, তার মাথায় বড় রকমের জখম।
ধারণা করা হচ্ছে, পেছনের পানির লাইনের পাইপ বেয়ে নামার সময় পাইপ ভেঙে দোতলার সমপরিমান উঁচু থেকে পড়ে যায় সোলাইমান।
ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “স্বজনদের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।”