এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Published : 06 Jan 2025, 07:21 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী, অফিসার সমিতি, সাধারণ কর্মচারী ও পরিবহন কর্মচারী সমিতি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, “আজ আমরা প্যারিস রোডে শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আগামীকাল প্রশাসনিক ভবনের সামনে ২ ঘণ্টার ধর্মঘট করব।
“এছাড়া আগামী ৮ তারিখ দিনব্যাপী কর্মবিরতি পালন করব। যতদিন পর্যন্ত না আমাদের অধিকার ফিরে পাব, ততদিন আন্দোলন চালিয়ে যাব।”
এর আগে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ দুই উপ-উপাচার্য, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসককে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা।
পরে রাত পৌনে ১০টায় কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
এর চার দিনের মাথায় পোষ্য কোটা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তৎপরতা শুরু করেন।
মানববন্ধনে আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, “বর্তমান এই প্রশাসন নিজেদের চেয়ার টিকিয়ে রাখতে যৌক্তিক পাওনা থেকে আমাদের বঞ্চিত করেছে। এটা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা, আপনারা চাইলেই এটা বাতিল করতে পারেন না। ভিসি-প্রো ভিসি নিজেরাই কোটার সুবাদে চেয়ারে বসে আছেন, তারা নির্বাচিত নন।”
“এই বিশ্ববিদ্যালয়ে আমরা উড়ে আসিনি। এখানে আমাদের বাপ-দাদাদের জমি রয়েছে। আমরা আমাদের ৫ শতাংশ প্রাতিষ্ঠানিক সুবিধা যেকোনো মূল্যে ফেরত চাই,” বলেন তিনি।
এ সময় প্রায় তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী ছিলেন।
পুরোনো খবর
১১ ঘণ্টা আন্দোলনের পর রাবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলসহ ৩ দাবিতে প্রশাসন ভবনে