তিনি বলেছেন, “আমাদের ক্ষমতার কোনো লোভ নাই।”
Published : 19 Aug 2024, 07:46 PM
অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “রাষ্ট্র সংস্কারে তাদের সময় দিতে চাই। সেটা তিন বা ছয় মাস নয়। দেশের সংস্কার করতে কিছুটা সময় লাগবে।”
তিনি বলেছেন, “আমাদের ক্ষমতার কোনো লোভ নাই।”
সোমবার দুপুরে রংপুরে একটি কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্যের জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, “এই সরকারে যারা আছেন, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কেউ রাজনীতিবিদ নন। তাই রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তারা কতটা মোকাবিলা করতে পারেন, সেটা আমাদের দেখতে হবে। নিরঙ্কুশ না হলেও তাদের প্রতি আমাদের সমর্থনটা চালিয়ে যেতে চাই। যতদিন রাষ্ট্র সংস্কারে সময় লাগে, ততদিন সমর্থন রাখতে চাই। সেটা তিন মাস বা ছয় মাস না।”
দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন দাবি করে তিনি বলেন, “তারপরও আন্দোলনকে সরকার হঠানোর দরজায় নিতে পারিনি। তবে এই দেশের ছাত্ররা, সোনার ছেলেরা আন্দোলনকে সফল করেছে। একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে বুক ভরে শ্বাস নিতে চাই, প্রাণ ভরে কথা বলতে পারি, যেকোনো মানুষকে বন্ধু করে নিতে পারি।”
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, “শেখ হাসিনা একটা প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার (প্রায় ৫৯ হাজার কোটি টাকা) নিয়েছেন, এ রকম যত প্রকল্প আছে, সব প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা দেশকে উন্নয়নের নামে ধ্বংস করে দিয়েছে। এই দেশটা নতুন করে গড়তে সময় লাগবে।”
নিজ দলের নেতাকর্মীদের দল গোছানোর আহ্বান জানিয়ে মান্না বলেন, “ভালো মানুষ না থাকলে ঘুরে ফিরে তারাই আসবে। এজন্য দুর্বৃত্ত সরাতে হলে ভালো কিছু নিয়ে আসতে হবে। যাতে মানুষ ভোট দেওয়ার সময় ভালো মানুষকে খুঁজে পায়।”
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, “যারা আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত তাদের কোনো দায়িত্বে রেখে তদন্ত পরিচালনা করা যাবে না। তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।”
মতবিনিময় সভায় নাগরিক ঐক্যের রংপুর জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, গণতন্ত্র মঞ্চের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব।
এরপর মাহমুদুর রহমান মান্না আবু সাঈদের কবর জিয়ারত করতে পীরগঞ্জে যান।