Published : 10 Jun 2024, 09:22 PM
কম খরচে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রেলপথে ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় এক হাজার ৮০৫ কেজি আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান।
ম্যাংগো স্পেশাল ও ক্যাটেল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় পঞ্চম বারের মত এবারও আম পরিবহনের বিশেষ এ ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে।
এই ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৪৮ পয়সা।
রেল কর্তৃপক্ষ জানায়, এর আগে বিকাল ৪টায় রহনপুর স্টেশন থেকে এক হাজার ২০ কেজি আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে স্পেশাল ট্রেনটি। এরপর নাচোল, আমনুরা জংশন হয়ে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে আরও ৭৮৫ কেজি উঠানো হয়। পরে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আম নিয়ে সন্ধ্যা ৬টায় স্টেশন ত্যাগ করে ট্রেনটি।
এরপর রাজশাহী, সরদহ রোড, আনাড়ী, আব্দুল্লাহপুর, ইশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ি, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় পৌঁছবে আমের এ বিশেষ ট্রেন।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের মাস্টার ওবাইদুল্লাহ জানান, এ ট্রেনে আম ছাড়াও শাকসবজি, ডিমসহ অন্যান্য কৃষি পণ্য পরিবহন করা যাবে।
তিনি বলেন, “আজ ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে ক্যাটল স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হল। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ জুন থেকে তিন দিনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুল হক, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ ছিলেন।
আরও পড়ুন:
এবার পদ্মা সেতু হয়ে ঢাকায় আসবে রাজশাহীর আম