“উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।”
Published : 03 Feb 2025, 03:56 PM
ফেনীতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা ও দুই বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
রোববার গভীররাতে সদর উপজেলার ফতেহপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাদকগুলো উদ্ধার করা হয় বলে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার রবিউল হাসান সরকার জানান।
গ্রেপ্তার নুরুল আমিন কক্সবাজার জেলার সদর থানার সমিতিপাড়া এলাকার নূর সালামের ছেলে।
রবিউল বলেন, “গোপন তথ্য পেয়ে ফতেহপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস র্যাবের চেক পোস্টের সামনে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। গাড়িটি থামার পর কৌশলে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
“এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে ও তল্লাশির সময় বাসের সিটের নিচে পা রাখার স্থান থেকে ট্রাভেল ব্যাগে রাখা ১৬ কেজি গাঁজা ও দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।”
নুরুলের বরাতে র্যাবের এ কর্মকর্তা বলেন, “তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অল্প দামে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল।
“তার কাছ থেকে উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।”
এ ঘটনায় র্যাব বাদি হয়ে মামলা দায়ের করে জব্দ মাদকসহ আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে বলে জানান রবিউল।