‘পুলিশকে কোপাতে গিয়ে ডাকাত’ গুলিবিদ্ধ, পরে গ্রেপ্তার

পুলিশ জানায়, ‘ডাকাতদলের সদস্য’ শামীম রাম দা নিয়ে পুলিশের দিকে তেড়ে আসেন এবং কোপ দেওয়ার চেষ্টা করেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2023, 04:40 PM
Updated : 21 Feb 2023, 04:40 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের ওপর হামলার চেষ্টা করায়’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার গভীর রাতে উপজেলার লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে যানবাহন থামিয়ে ওই তরুণ ‘ডাকাতির প্রস্তুতি’ নিচ্ছিলেন বলে পুলিশের ভাষ্য।

আহত মোহাম্মদ শামীম (২০) উপজেলার ছোট ফাউসা এলাকার বাসিন্দা।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক জানিয়েছেন।

ওসি বলেন, মধ্যরাতে সড়কে ট্রাক ও সিএনজি অটোকিশা থামিয়ে ৮-৯ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিয়েছে সংবাদে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়।

“এই সময় ডাকাতদলের সদস্য শামীম তার হাতে থাকা রাম দা নিয়ে পুলিশের দিকে তেড়ে আসে। সে এলোপাথারি কোপ দেওয়ার চেষ্টা করে। এই সময় আত্মরক্ষার্থে পুলিশ এক রাউন্ড গুলি ছুড়লে ডাকাতদলের সদস্য শামীমের পেটের বাম পাশে লাগে।”

ওসি জানান, গুলিবিদ্ধ হওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

“এই ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হয়নি। তবে ঘটনাস্থলে দুইজন সাধারণ মানুষ আহত হয়েছেন।”

ওসি আরও জানান, এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। গুলিবিদ্ধ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও ডাকাতি বা অন্য কোনো মামলা আছে কিনা যাচাই-বাছাই চলছে।