“ট্রাক চাপায় তার মাথা থেঁতলে গেছে।”
Published : 26 Dec 2024, 05:20 PM
গাজীপুরের টঙ্গীতে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তারা চাচা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিলমুন বাজার এলাকার টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম জানান।
নিহত ১৫ বছর বয়সী নয়ন টঙ্গীর আরিচপুরের এলাকার সোহাগ মিয়ার ছেলে।
তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। নয়ন টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে ছাত্র।
দুর্ঘটনার পর চালককে আটক ও ডাম্প ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আর এ ঘটনায় আহত নয়নের চাচা মো. কাউসারকে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ট্রাক চালক একরামুল হক (৩৮) ফেনীর সদর উপজেলার সুন্দরপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।
ওসি ফরিদুল বলেন, “নয়ন তার চাচা কাউসারের সঙ্গে মোটরসাইকেলে করে টঙ্গী-ঘোড়াশাল সড়ক ধরে পূবাইলের মীরেরবাজার এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি সামনে থাকা একটি ডাম্প ট্রাককে পাশ কাটিয়ে সামনে চলে যায়। এ সময় সামনে থাকা বালুর স্তুপে মোটরসাইকেলের চাকা পিছলে গেলে নয়ন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যায়।
“তখন পেছনে থাকা ডাম্প ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে নয়ন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। ”
এসআই শফিউল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে নয়নের লাশ উদ্ধার করেছি। ট্রাকের চাপায় তার মাথা থেঁতলে গেছে। ঘটনায় জড়িত ট্রাকসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।”