‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগে একদিন আগে ওই ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান।
Published : 12 Dec 2024, 08:01 PM
ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও আল মামুনের বিরুদ্ধে তোলা ‘মিথ্যা অভিযোগ’ প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
এর আগে বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় ইউএনও আল মামুনের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা।
পরে সভা থেকে ওই ইউএনওকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।
তবে সদরপুর ইউএনও আল মামুন এ রকম কোনো মন্তব্য করেননি বলে দাবি করেছেন।
পরে রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই ইউএনওকে প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদ জানান বিএনপি ও জামায়াতের নেতারা।
ওই ইউএনওকে স্বপদে বহাল রাখার দাবিতে বৃহস্পতিবারের মানববন্ধনে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান, জামায়াতে ইসলামীর সদরপুর শাখার আমির মো. দেলোয়ার হোসেন, যুবদল নেতা মো. বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা তুষার মাহমুদ, সদরপুর উপজেলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুমন মাতুব্বর এবং সদরপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসিব সিয়াম বক্তব্য দেন।
ইউএনও আল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয় দাবি করে নেতারা বলেছেন, সদরপুরে শহীদদের স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি বা কোনো সময় বলেননি।
ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা।
সেইসঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও মৌখিক প্রত্যাহারের আদেশ ফিরিয়ে নেওয়াসহ সত্যতা যাচাইপূর্বক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান বিএনপি ও জামায়াতের নেতারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউএনও আল মামুন বলেন, “আমি এমন কোনো কথাই বলিনি। ওনাদের সঙ্গে যখন কথা বলি তখন সেখানে বিএনপি-জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন। ওই ধরনের কথা বলা হয়নি।”
ওই ছাত্রনেতা কেন তাকে নিয়ে এমন অভিযোগ করলেন, তা বুঝতে পারছেন না বলে জানান ইউএনও।
আরও পড়ুন:
'আওয়ামী লীগ ফিরে আসবে' বলা ফরিদপুরের এক ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ