এখন সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল: ওবায়দুল কাদের

এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়েন- “প্রস্তুত আছেন তো?” 

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 12:54 PM
Updated : 13 Nov 2023, 12:54 PM

কোয়ার্টার ফাইনাল শেষ, এখন সেমিফাইনাল; জানুয়ারিতে ফাইনাল খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “খেলা হবে, খেলা হবে.. খেলা হবে রূপসা নদীতে, সুন্দরবনে, খুলনায়, ফরিদপুরে, সারা বাংলাদেশে।”

সোমবার বিকালে জেলা সার্কিট হাউজ মাঠে খুলনা নগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়েন- “প্রস্তুত আছেন তো?” 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “শেখ হাসিনাকে কোনো অপশক্তি হটাতে পারবে না। বাংলার জনগণ তার সঙ্গে আছে, থাকবে।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “বিএনপি এখন শেষের পথে। বেশি তর্জন-গর্জন করতে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে।”

ওবায়দুল কাদের বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের বিষয়ে নিজ দলের নেতা-কর্মী ও সমর্থকদের বলেন, “আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। সকল অপশক্তি আমাদের সামনে ভেঙে চুরমার হয়ে যাবে। আপনারা সাহস করে রাস্তায় দাঁড়ান। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করবেন। আমরা দুষ্কৃতকারীদের ক্ষমা করব না।”

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “মিনমিন করেন কেন? রয়েল বেঙ্গল টাইগারের মত আরেকবার গর্জে উঠুন। শেখের বেটি শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিজয়ী হব।”

এর আগে ওই জনসভা থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকার ২৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।