সরু রড ও স্বল্প সিমেন্ট দিয়ে ঢালাই কাজ করা হচ্ছিল বলে প্রকৌশলীকে অভিযোগ করলেও তিনি গুরুত্ব দেননি বলে স্থানীয়দের ভাষ্য।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার কামালবাজারের বেটুয়ারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন জানান।
নিহতরা হলেন- কামালবাজার এলাকার হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) এবং একই এলাকার মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)।
পুলিশ জানায়, শ্রমিকরা ছাদের ঢালাইয়ের সাটারিং খুলতে গিয়েছিলেন। সাটারিং খোলার সময় ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পরিদর্শক আবুল হোসেন জানান।