ফেরি চলাচল শুরু হবার পর ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
Published : 04 Jan 2025, 10:08 AM
ঘন কুয়াশায় প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে এবং ৮ ঘণ্টা পর মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশা কেটে যাওয়ায় শনিবার সকাল ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাহউদ্দিন।
অন্যদিকে আরিচা-কাজিরহাট রুটে শনিবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, শুক্রবার রাত ৯টার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ওই সময় মাঝ নদীতে মতিউর রহমান নামের ফেরি আটকে থাকে।
উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে। সে সময় মাঝনদীতে খান জাহান আলী ও কৃষাণী নামের ফেরি আটকে থাকে।
ফেরি বন্ধ থাকায় ভোগান্তি
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় থাকে। এরমধ্যে পণ্যবাহি ট্রাকের সংখ্যাই বেশি।
এতে তীব্র শীতের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হন চালক ও যাত্রীরা।
বেনাপোল থেকে দৌলতদিয়া ফেরি ঘাটে আসা ট্রাক চালক হযরত আলী শনিবার সকালে বলেন, “রাত ১১টার সময় ঘাটে এসে জানতে পারি ফেরি বন্ধ। তখন থেকে গাড়িতে বসে আছি। প্রচণ্ড শীতে খুব কষ্ট হয়েছে। গাড়িতেই ঘুমাইছি।”
আরেক ট্রাক চালক বসির উদ্দিন বলেন, “শীতে খুব কষ্ট হয়েছে কিন্তু কী করার আছে, ফেরি না চললে তো যেতে পারবো না। বেনাপোল থেকে পাট নিয়ে ঢাকাতে যাচ্ছি। আজ হয়তো গাড়িতে থাকা পাট আনলোড করতে পারব না। কারণ হলো যেখানে যাবো সেখানে দিনে গাড়ি যেতে দিবে না পুলিশ।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়ে। শনিবার সকালে ফেরি চলাচল শুরু হবার পর ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।