শালবাহান ইউপির চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানবশত পুকুরের পানিতে পড়ে যান তিনি।
Published : 09 Feb 2025, 07:07 PM
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুর থেকে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যিনি ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন বলে দাবি পরিবারের।
শনিবার রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের গবরাগছ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. এনায়েত কবির।
লাশ উদ্ধার হওয়া মর্জিনা বেগম (৬২) তেঁতুলিয়া সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী।
তার ছেলে বাবুল জানান, দীর্ঘদিন ধরেই তার মায়ের কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি এর আগেও কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়।
স্থানীয় ও স্বজনরা জানান, শনিবার সকালে শালবাহান গবরাগছ এলাকার বোনের বাড়িতে বেড়াতে যান মর্জিনা। সেখানে যাওয়ার পর থেকেই তার খোঁজ মিলছিল না।
খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে শালবাহান দাখিল মাদরাসা সংলগ্ন এক বাড়ির পুকুরে ওই নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানবশত পুকুরের পানিতে পড়ে যান তিনি । তবে কখন কীভাবে পুকুরে পড়েছেন তা জানা যায়নি।
ওসি এনায়েত কবির জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।