রাজবাড়ীর স্কুলে শোক দিবসে ‘হিন্দি গান’, তদন্তে কমিটি

তদন্ত কমিটি মঙ্গলবার প্রতিবেদন দেবে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2022, 09:26 AM
Updated : 15 August 2022, 09:26 AM

জাতীয় শোক দিবসে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার একটি স্কুলে হিন্দি গান বাজানোর অভিযোগ পাওয়া গেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৪৭তম বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ‌্যমিক বিদ‌্যালয় কর্তৃপক্ষ।

সেখানে সকাল ১০টার দিকে হিন্দি গান বাজানোর ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্কুলের বারান্দায় রাখা দুটি সাউন্ড সিস্টেম বক্সে হিন্দি গান বাজানো হচ্ছে।

বিষয়টি নজরে আসার পর পরই তিন সদস‍্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা।

ইউএনও বলেন, বিষয়টি জানার পর তিনি বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েছিলেন। প্রধান শিক্ষক বলেছেন, অপারেটররা সাউন্ড সিস্টেম চালু করার সময় গান বাজিয়েছে।

আম্বিয়া সুলতানা আরও বলেন, “তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার এ ব্যাপারে প্রতিবেদন দেবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ বাছাড় বলেন, হিন্দি গান বাজানোর বিষয়টি তার জানা নেই। তিনি সকাল ৯টা থেকে বিদ‍্যালয়ে উপস্থিত আছেন। তখন থেকেই বিদ‍্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হচ্ছে।