বিদেশি জাতের এসব ফুলকপি দেশের অন্যান্য স্থানে আগে চাষ হলেও চট্টগ্রামে এবারই প্রথম।
জামালপুরে তীব্র শীত থেকে উষ্ণতা পেতে খড়কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধের প্রাণ গেছে।
শুক্রবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামে পুড়ে মারা যান সওদাগর আলী নামে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ।
মেরুরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শীত থেকে রক্ষা পাওয়ার আশায় খড়কুটো ও শুকনো বাঁশ দিয়ে আগুন জ্বেলেছিলেন সওদাগর।
সে সময় তার কাপড়ে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই এ বৃদ্ধ পুড়ে মারা যান বলে জানান এ জনপ্রতিনিধি।