বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
Published : 28 Nov 2023, 12:04 AM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘তাহমিদ রোটর স্পিনিং’ নামের একটি সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানাটির বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ আগুন লাগে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
কারখানাটির মালিক হাফিজুর রহমান জানান, কারখানায় বিপুল পরিমাণ সুতা মজুদ ছিল। আগুনে তার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে; তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ফখরউদ্দিন আহমেদ।
কারখানাটিতে প্রচুর তুলা মজুদ ছিল; তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।