খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

একই মামলায় খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম পিসিকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2022, 01:20 PM
Updated : 28 Sept 2022, 01:20 PM

খাগড়াছড়িতে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই মামলায় সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরের এক বছর কারাদণ্ড হয়েছে।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাং আবু তাহের বুধবার এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডিত শাহ আলম (৫৫) জেলার মাটিরাঙা উপজেলার রমিজ কেরানীপাড়ার প্রয়াতত নুর আহম্মেদের ছেলে।

অপর দণ্ডিত হলেন খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডর সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম পিসি।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বিধান কানুনগো জানান, এক নারীকে ধর্ষণ ও ও মারধরের অভিযোগে ২০১৩ সালে মাটিরাঙা থানায় মামলা করে তার বাবা।

তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

পিপি বিধান কানুনগো জানান, রায়ে শাহ আলমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভিকটিমকে মারধর করায় মাটিরাঙা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম পিসিকে এক বছরের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়।

আসামিপক্ষের আইনজীবী আরিফ উদ্দিন বলেন, “আসামিরা এই রায়ে

সন্তুষ্ট নন। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।”